প্রকল্পের নাম: সবার ঘরে আলাে

আধুনিক জীবনযাপনে বিদ্যুতের অপরিসীম গুরুত্বের কথা বিবেচনা করে রাজ্যের বিদ্যুৎবিহীন অঞ্চলে বিদ্যুৎ সংযােগের জন্য এই প্রকল্পের সূচনা করা হয়। 

প্রধানত উত্তরবঙ্গ, পশ্চিমাঞ্চল এবং দক্ষিণ ২৪ পরগনার প্রান্তিক গ্রামগুলিতে বিদ্যুৎ সংযােজনের ফলে রাজ্যের উন্নয়নে অন্যান্য প্রকল্প গুলির সার্থক রূপায়ণ সম্ভব হচ্ছে। বিজ্ঞান ও প্রযুক্তিগত সুবিধা সর্বস্তরের মানুষের কাছে পৌছে দিতে হলে বিদ্যুৎ পরিষেবার প্রসার অপরিহার্য। সকলেই যাতে উন্নয়নের সুফল ভােগ করতে পারে, সেই উদ্দেশ্যে এই প্রকল্প। আয়সৃজনের  জন্যও এই প্রকল্পের বিশেষ কার্যকরী ভূমিকা অনস্বীকার্য। 

'সবার ঘরে আলাে' প্রকল্পের অধীনে ১৬.৪০ লক্ষ গৃহে নির্ভরযোগ্য বিদ্যুৎ সরবরাহ করার কাজ প্রায় সম্পূর্ণ ।

• কারা আবেদন করতে পারবেন : গ্রামীণ অঞ্চলের প্রত্যেক গৃহস্থই এই প্রকল্পের সুযােগ পাবেন। 

• দপ্তর: বিদ্যুৎ ও অচিরাচরিত শক্তি উৎস দপ্তর

• যােগাযােগ: স্থানীয় বিদ্যুৎ সরবরাহ কার্যালয়ে যােগাযােগ করতে হবে।
(জেনে নিন, পশ্চিমবঙ্গের ৪১ টি জনকল্যাণমূলক সরকারি প্রকল্পের প্রাপ্ত সুযোগ সুবিধে কোথা থেকে কিভাবে পেতে পারেন)

Comments

Popular posts from this blog

প্রকল্পের নাম: সবলা

প্রকল্পের নাম : আমার ফসল, আমার গোলা