প্রকল্পের নাম : আমার ফসল, আমার গোলা
উৎপাদন পরবর্তী স্তরে ফসলের পচয় রােধে এবং গুণগত মান বজায় রেখে যথাযথভাবে মজুত করার উদ্দেশ্যে কুষিজ বিপণন অধিকার এই প্রকল্পে প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকদের গোলা নির্মাণের জন্য আবেদনপত্র সাপেক্ষে ভরতুকি হিসাবে অনুদান দিয়ে থাকে। এই প্রকল্পের মাধ্যমে চিরাচরিত গােলা নির্মাণের জন্য ৫০০০ টাকা, উন্নত মানের গােলা নির্মাণের জন্য ১৭,৩২৯ টাকা। এবং পেয়াজের গােলা নির্মাণের জন্য ৩২,৮৩৯ টাকা দেওয়া হয়ে থাকে ।
• কারা আবেদন করতে পারবেন: প্রান্তিক ও ক্ষুদ্র কৃষক, কৃষক গােষ্ঠী, স্বনির্ভর গােষ্ঠী।
• দপ্তর : কৃষি বিপণন দপ্তর
• যােগাযােগ: কৃষককে তাঁর পৱিচয় পত্র ও প্রাসঙ্গিক কিছু তথ্যাদি-সহ ব্লক স্তরে আবেদনের মাধ্যমে জেলা কৃষি বিপণন আধিকারিকের অনুমোদন পেতে হয়।
(জেনে নিন, পশ্চিমবঙ্গের ৪১ টি জনকল্যাণমূলক সরকারি প্রকল্পের প্রাপ্ত সুযোগ সুবিধে কোথা থেকে কিভাবে পেতে পারেন)
Comments
Post a Comment