প্রকল্পের নাম: সাংবাদিকদের অবসরকালীন ভাতা (ওয়েস্ট বেঙ্গল পেনশন স্কিম ফর জার্নালিস্টস, ২০১৮)

সাংবাদিকরা অধিকাংশ ক্ষেত্রেই চাকুরিক্ষেত্র থেকে অবসর গ্রহণের পর আর্থিক সমস্যার মুখোমুখি হয়ে পড়ে। বয়স্ক সাংবাদিকদের এই অর্থনৈতিক সমস্যার হাত থেকে রক্ষা করাই এই প্রকল্পের উদ্দেশ্য।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বছর অর্থাৎ ২০১৮ সালের ১ এপ্রিল থেকে এই পেনশন প্রকল্পের সূচনা করেন। দুস্থ, বয়স্ক সাংবাদিকরা জীবিতাবস্থায় এর মাধ্যমে মাসিক ২৫০০ টাকা করে পেনশন পাবেন।

• কারা আবেদন করতে পারবেন: যে সব সাংবাদিকের ষাট বছর বয়স অতিক্রান্ত হয়েছে এবং যাদের চাকরি থেকে অবসরের পর মাসিক রোজগার দশ হাজার টাকা কম এবং দশ বছরের বেশি সময় ধরে যাদের প্রেসকার্ড আছে, তাঁরাই এই পেনশনের। জন্য আবেদন করতে পারবেন।

• দপ্তর: তথ্য ও সংস্কৃতি দপ্তর।

• যোগাযোগ: তথ্য অধিকর্তা, তথ্য ও সংস্কৃতি দপ্তর, নবান্ন, হাওড়া
(জেনে নিন, পশ্চিমবঙ্গের ৪১ টি জনকল্যাণমূলক সরকারি প্রকল্পের প্রাপ্ত সুযোগ সুবিধে কোথা থেকে কিভাবে পেতে পারেন)

Comments

Popular posts from this blog

প্রকল্পের নাম: সবলা

প্রকল্পের নাম : আমার ফসল, আমার গোলা