প্রকল্পের নাম: আমার ধান, আমার চাতাল
ধান ও অন্যান্য কৃষি পণ্য রোদে শুকানো জন্য চাতাল এবং তা সংরক্ষণের জন্য চিরাচরিত গােলা নির্মাণের উদ্দেশ্যে এই প্রকল্পটি গ্রহণ করা হয়েছে। রাজ্যের ক্ষুদ্র ও প্রান্তিক চাষী, কৃষক গোষ্ঠী সমূহ, স্বনির্ভর গোষ্ঠী মধ্যে থেকে নির্বাচিত উপভোক্তাদের চাতাল ও চিরাচরিত গােলা নির্মাণের জন্য কৃষি বিপণন অধিকারের পক্ষ থেকে যথাক্রমে ১৭,৯৭৫ টাকা ও ৫০০০ টাকা ভরতুকি হিসাবে অনুদান প্রদান করা হয়ে থাকে।
• কারা আবেদন করতে পারবেন: প্রান্তিক ও ক্ষুদ্র কৃষক, কৃষক গোষ্ঠী, স্বনির্ভর গােষ্ঠী।
* দপ্তর: কৃষিজ বিপণন দপ্তর
• যােগাযােগ: এই প্রকল্পে কৃষককে তাঁর পরিচয় পত্র ও প্রাসঙ্গিক কিছু তথ্যাদি-সহ ব্লক স্তরে আবেদনের মাধ্যমে জেলা কৃষি বিপণন আধিকারিক এর অনুমোদন পেতে হয়। প্রকল্প অর্থবহ করে তােলার জন্য একজন উপভােক্তা একটি সুবিধা আবার সম্বলিতভাবে একসঙ্গে দুটি সুবিধা পেতে পারেন।
(জেনে নিন, পশ্চিমবঙ্গের ৪১ টি জনকল্যাণমূলক সরকারি প্রকল্পের প্রাপ্ত সুযোগ সুবিধে কোথা থেকে কিভাবে পেতে পারেন)
Comments
Post a Comment